Ads

রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭

ডাকাতিয়া-বিষাদ আব্দুল্লাহ

ডাকাতিয়া ১


রেজিস্ট্রি করা বৌউ তো তুই, খুলে ফেল ছায়া
দেখি তো কি রুপ, এখনো আছে কি সেই মায়া 
তৃষ্ণা মিটাই, শহরে পোড়া অঙ্গ দহনের উত্তাপ,
তোর শরীর জলের নিরুত্তাপে দম ফুরাই

ডাকাতিয়া ২


শৈশবে দূর্গা প্রতিমা’র রুপ দেখতে গিয়ে 
ল্যাংটা হয়ে ভেসেছিলাম তোর উলঙ্গ বপুতে

সেই থেকে ভীষণ কামুক 
ইচ্ছে করে প্রায়, পতিতালয়ে যাই 
সেইখানে যদি তীব্র ঘন তাপিত নিঃশ্বাস ভস্ম করা যায়, 
কিন্তু কাপুরুষের ইচ্ছে স্বপ্ন সমাধি পাড়ায়

ডাকাতিয়া ৩


ভুলবশত দেখে ফেলা নগরে, পথচারীর টান টান ভেজা
কাপড়ে মোড়ানো স্তন, কাঁপা কাঁপা ঠোঁটের ফিসফিসে গুঞ্জন, 
গ্রাম্য দেয়ালবন্ধী বৌয়ের ঠোঁট ছোঁয়া পানির নীরবতা ভাঙার শব্দের মতন
না কি তোর স্বকীয় স্বরে কলকল করে অপ্রকাশিত কাব্যে নিনাদ করিস ! 

মন চায় ঢুকে গিয়ে যেভাবে মাতৃগর্ভে লুকিয়ে ছিলাম
ঠিক তেমন হয়ে যায়, ফের অন্য গ্রহে জন্মানোর তাড়নায়

জানিস ! বিকল মন নিয়ে বল্ 
এই নগরে আর কতদূর যাওয়া যায়...
কাঁদি খুব কাঁদি
দিন যাপনের নগরে তোকে দেখতে না পাই

২২.০১.২০১৭, ঢাকা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন