Ads

শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭

বিষাদ আব্দুল্লাহ’র শীত বিষয়ক গদ্য

স্মৃৃতিতে যে ভুলগুলে জমা হতে থাকবে


যে ঋতুতে অবচেতন জগতের সংযোগ ঘটে আমার, ভুলিয়ে রাখে গতানুগতিক দিনযাপন। অবচেতন জগতে চলে যাই । প্রিয়োসীর মতন, বউয়ের মতন প্রিয়ো না তারচেও অধিক প্রিয়ো আমার পাগলী প্রিয়ো পাগলী শীত। শীতেই অনেক কিছুই ভুলে যাই, বদলে যাই মননে আর দৈহিকভাবে। বিশেষ করে বদলে যায় আমার মানসিকতা, নিঃসঙ্গতা উস্কে দেয় ভীষণভাবে।বয়ে চলা জমানো কথা বেরিয়ে ফুরফুরে মেজাজে আরো জমাতে থাকে তাদের আলাপন। গ্রামে থাকলে দেখতাম, ফজরের নামাজ শেষে ডায়াবেটিস রোগের সাথে যুদ্ধ করা আমার মা-বাবা’র ব্যায়াম করতে চলে য়াওয়া। ভোর বেলায় ধার্মিকদের ঘুমাচ্ছন্ন মুখে খোদার বন্দেগির শেষে টাটকা চা পানে জমিয়ে তোলা তাদের জাগতিক আলাপন। সকালের চায়ের নতুন লিকার, পরোটা ভাজার গন্ধ, পিঠার গন্ধে, প্রসাধনী ক্রিমের গন্ধে, মৌ মৌ করতে থাকা বাড়ির চারপাশ, রাস্তার দু'ধার।

দারুণভাবে ফিরে আসে শৈশব কুয়াশার মাখা বড্ড ভালো লাগা কিংবা ভীষণ ভাবে হিয়া বিষিয়ে তোলা দিনে, মোক্তবে যাওয়া আর ফিরে আসার গল্প ফিরে ফিরে এসে নগরের দেয়ালে টোকা দেয়। এইসব আর ভাবতে না চাইলেও মনের ভিতর আঘাত হানবেই, এ যে পাগলীর ভালো লাগা তাণ্ডব।

শীত আসলেই বড় বেশী ভুল হয়ে যায় সবকিছু, যে জিনিগুলো নিয়ে চলতে হয়। সেগুলো নিতে ভুলে যাচ্ছি। আমি জানিনা, কেনো আমার এরকম হয়।এটা কি সকলেরই হচ্ছে না কি শুধু আমারই হয়। গত ডিসেম্বর মাসে ছোট ভাই আসছিলো আমার কাছে। কথা প্রসঙ্গে তাকে বললাম দেখ, বহুজাতিক কোম্পানীর পণ্যের প্রসাধনীগুলো কেনা মানে টাকা নষ্ট তুই চাইলে ক্রিমটা রেখে যেতে পারিস। সে মোতাবেক, আমাকে না জানিয়ে রেখে সে রেখে গিয়েছিলো। প্রিয়ো ঋতু শীত আসলে, ত্বক শুষ্কতার জন্য বিশেষ করে গ্লিসারিন ব্যবহার করি, বাড়িতে গেলে বোনের, মায়ের, ভাইয়ের বডি লোশন ব্যবহার করি। এইভাবে বয়ে নিয়ে যাই শীত। কোন কোন শীতে ক্রিম কিনতাম এ বছর শীত আসলেও কিনি নাই হয়তো বা কিনতাম ছোটভাই দিয়েছে বলে হয়তো বা কিনা হয় নি। কারণ আমার এই প্রসাধনী ব্যবহারের পুর্ব অভিজ্ঞতা খুব খারাপ, বিশেষ করে গরমকালে, যদি কোন মুখে মাখার ক্রিম, ফেসওয়াশ কিনতাম কোন মতেই শেষ হত না। সারা বছরেও একটা ক্রিম শেষ করতে পারতাম না। এই সব ব্যবহার করতে আমার একবারও মনে পরে না।

যাইহোক, আজ সকালের ঘটে যাওয়া আমার একটা অনুগল্প বলি, ঘুম থেকে ওঠে নাস্তা করতে হোটেলে যাবো, মুখ টানছিলো খুব। ভাবলাম, একটু ক্রিম মাখি মুখে। দেখি আমার আঙ্গুলের মাথায় যে ক্রিমটা নিয়েছি তা টুথপেষ্ট ভাগ্যিস মুখে মাখার আগে দু'হাতের তালু দিয়ে ঘষছিলাম তা না হলে তো ভয়ানক কাণ্ড ঘটে যেতো, কি যে হাস্যকর পরিস্থিতি তৈরি হতো ভাবলেই হাসি পাচ্ছে। এটা শুধু দুটি কারণে হতে পারে, শীতকালে আমার ব্যাপক উদাসীনতা আরেক কারণ প্রসাধনীতে আমার মারাত্মক অনীহা।

সেই বেড়ে ওঠার দিনগুলো দেখে আসছি, প্রসাধনী সামগ্রীর প্রতি আমার বড্ড অনীহা। তা সম্ভবত পৈত্রিকসূত্রে পাওয়া, আমার বাবাকে কোন কালেও দেখিনি কোন প্রসাধনী ব্যবহার করতে তা শীতকাল হোক আর গরমকালেই হোক।শুধু মাথায় তেল দিতে দেখতাম।এখনো হয়তো বাবা মাথায় তেলই মাখেন।

বড় বেশী ভুলে যাই শীতকালে....!!

২০.০১.২০১৭, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন