Ads

রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭

বিষাদ আব্দুল্লাহ’র কবিতা

সে
........
যেনো রুটিন মাফিক, কাজ আছে বলে
সিগারেট হাতে অস্পষ্ট স্বরে বকতে বকতে হেঁটে যাই
দু'কান বাধ্য হয়ে শোনে, ক্রমশ রাস্তা ক্ষীণ হতে থাকে
কথা ফুরায় না
আমাকে গন্তব্যে পৌঁছে দিয়ে
চুপ করে সেও ঘরে ফিরে রোজ...
ভোর ঠেলে দেয় আলোতে ঘুম ভাঙে আমার, তার;
নতুন আলাপনে মেতে ওঠি ফের, অভুক্তই থাকে সে
শুধু ক্ষুধা লাগে আমার-
মানুষের মতন সে
আমি পুংলিঙ্গ সে একেক সময় একেক লিঙ্গ
যে রোজ সঙ্গ দেয় আমায়
আমি নিশ্চিত, তারও জীবন্ত অবয়ব আছে....

১৫/০১/২০১৭, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন