Ads

সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

প্রেম একটি বিরক্তিকর শব্দ

( উৎসর্গঃ নূর ই জান্নাতুল মিতুলকে )
চলো যাই আত্মা হন্তারককে নিমন্ত্রণ করে আসি
চলো স্বপ্ন মদ খেয়ে মূলত স্বপ্নকে ঠাপ মেরে আসি
চলো ভালোবাসার সমস্ত শরীরে থুঃ থুঃ ছিটিয়ে দিই
বলো প্রেম একটি বিরক্তিকর শব্দ, চলো চিৎকার দিই
চলো রাস্তার মোড়ে চাকরির পত্রিকার হকার হয়ে বসে যাই
বলো বিসিএস চাকর জিন্দাবাদ, বলো চাকর জিন্দাবাদ
চলো আত্মা গোরস্থানে বসে বগল বাজাই
চলো স্বপ্ন বামন হয়ে লম্বা রমণীদের পায়ের ছাপ গুনি
চলো পর্নো দেখে হাতামারি, জোরসে বলি হাতমারি
বলি জোরসে গণিকারা আমার প্রেমিকা, গণিকারা আমার বোউ
চলো মা-বাবাকে জানিয়ে দিই-এই ছেলে নষ্ট ছেলে
জন্ম দিলেন বৃথা-
বলো বামন হওয়া পাপ, বলো বামন হওয়া অভিশাপ
বলো বামন তুই লম্বা নারীর পায়ের ধুলা
বলো কালো বামন তুই মূলত কানা-লুলা
অচল, বাতাসে ওড়ে যাওয়া ধানের ছিটা
চলো ওই কবিতাগুলোর পৃষ্ঠায় পৃষ্ঠায় আগুন ধরাই
চলো আত্মা, চলো স্বপ্ন সেই আগুনে নিজেকে পুড়াই
২০.০৪.২০১৯, ঢাকা।
কবিতাটি ইউটিউবে শুনতে চাইলে ক্লিক করুন: https://youtu.be/LZRvQE8FpcE

ছবি: সংগৃহীত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন