![]() |
ছবি: অন্তর্জাল |
অবশেষে তাকে বলেই দিবো রাত তিনটায়।হয়তো নতুন কোনভাবে নিজেকে আবিষ্কার করে নিবো। অপেক্ষার সাঁকোর বদলে সীমাহীন দীর্ঘ কোন পিচঢালা সড়কের দেখা পেয়ে যাবো।পথজুড়ে থাকবে নব-বাতাস, যার বয়ে চলা এই প্রথম এবং বর্নীল রঙে আঁকা মেঘের কারুকাজ ছড়িয়ে রবে সমস্ত আকাশে । ভীতু অথচ বাহাদুরি দেখিয়ে সীনা টানটান করে আমি হাঁটতে থাকবো, নীল শাড়ি পরিহিতার একটি আঙুল ধরে...
চার পা জুড়ে রবে বেলি'র মাতাল করা দাবার চাল....
আর যদি উল্টো ঝড়োহাওয়া মিথ্যের মত সত্যর বজ্রনিনাদ করে ওঠে
জানি, হুকুম ছাড়াই গুচ্ছ গুচ্ছ পোড়া নিঃশ্বাসগুলো মিছিলে নেমে যাবে অসীম সড়কে....
যে মিছিলের কোন শেষ থাকবে না...
যে মিছিলের খোঁজ আমি কোনদিন নিবো না...
যে মিছিলের খোঁজ আমি কোনদিন নিবো না...
১৮.০৩.২০১৯, ঢাকা।
(ইষৎ পরিমার্জিত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন