দাঁড়াতে চেয়েও দাঁড়াতে পারছি না
কেউ ডাইনে কেউ বাঁয়ে আবার কেউ খাদের কিনারে ঠেলে নিয়ে যায়
প্রতিটি নিঃশ্বাসের তীব্র-আত্মহননকাব্য শুনাতে চাই বলতে চাই
ওর ক্ষুধা ছিল, কান্না ছিল, বাঁচতে চেয়েছিল এমনকি সংগ্রামও
লোকে প্রতিটি নিঃশ্বাসের রঙ অনুভব করে নিশ্চয় করে অথচ সকলে বর্ণান্ধ
রোজ তারা মাথা নিচু করে বের হয় মাথা তুলে দাঁড়াবার কথা ভুলে যায়
যেন তাদের জন্মগত অভ্যাস-টিফিনবক্সের জন্য
শুধু টিফিনবক্সের জন্য উন্মদ হয়ে ঘুমের ভিতর ডিগবাজি খায়
সঙ্গমের পর মৃত্যুর মতো অমোঘ ঘুম-বেকার যেমন হস্তমৈথুনে-
আমার নিঃশ্বাসগুলো প্রতিদিনই আত্মহত্যা করে
উনত্রিশ বছরেও নিঃশ্বাসের অবয়বের দিকে খেয়াল করিনি
আত্মহনন যদি পাপ হয়, এ পাপের ভাগিদার সকল মানুষ সকল রাষ্ট্র
১৭.০১.২০১৯, ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন