![]() |
ছবিটি রাজশাহীতে তোলা |
পায়ের গোড়ালি ফুলে থাকে, দৌড়াতেও পারি না। দৌড়াতে সাহস লাগে। চুপ মেরে বসে থাকি, একটা দিন, একটা সুদিন এসে বাবার আঙুল ধরে বাজারে যাওয়ার মত আমাকে নিয়ে যাবে!
আমি পাবো, নীল শাড়ি পরিহিতার মতন পরিষ্কার আকাশ! ঘাসে পা ছুঁয়ে বলবো, দ্যাখ, পা দু'টি এখনো কালো, মোজা পরি না, জিন্স পরি সেলাই করা প্যান্ট না, ফুল হাতা শার্ট নয়, টি শার্ট পরি।
এখন আর প্রচণ্ড গ্রীষ্মে ক্লাউন সাজি না, রোদেপোড়া চামড়ায় এখন শুধুই দখিনা বাতাসের ঢেউ। কারণ আমাকে আর জোঁকে ধরে না!
ছেলেটার কপালে রোজ চুমু দিতে পারি, বোউয়ের অভিমান ভেঙে যায় মোমের মত, যতকথা তার দেয়ালের সাথে হয় না!
২৫.০৩.২০২১
বৃহস্পতিবার, মাইজদী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন