Ads

শনিবার, ১১ মার্চ, ২০১৭

মুর্দার শহর-বিষাদ আব্দুল্লাহ

(ছবি: অন্তর্জাল থেকে)

যেনো তিন টুকরা কাপড় দিয়ে বাঁধা 

অজস্র লাশ নিদ্রায় কফিনের সড়কে
যেনো মুর্দার শহর

স্বশব্দে যানবাহন অবিরাম ছুটছে
শীতেলা রাত যত নিঃশব্দ হতে থাকে
শহরে লাশ নামে, লাশ নামে সড়কে

দিনের আলোয় যারা আমার দিকে ফ্যাল ফ্যাল করে 
তাকিয়ে থাকে
প্রতিনিয়ত বলতে শুনি তাদের, এই দায় রাষ্ট্রের
আফসোস, লাশেরা বুঝে না রাষ্ট্র কি ! শ্রেণি কি! 
কারণ তারা প্রতিদিনই মৃত !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন