Ads

শুক্রবার, ১০ জুলাই, ২০২০

তাড়া!



বারান্দার হলজুড়ে নেশা ধরা আকাশ
.
মেঘের ওড়না খুলে জোৎস্না নিভু নিভু হাসে
ঘ্রাণেও বুঁদ হওয়া যায়, ঘ্রাণেও তুমি থাকো ভেসে
এমন-রাতে- ঠাণ্ডা বাতাসে বাতাসে
নিশ্চয় এখন লেগে থাকা বৃষ্টির ফোঁটা
দোল খায় বারান্দার কার্নিশে
.
রাতের মফস্বল শহর
দালানগুলোয় আলোর কারুকাজ
পুকুর জলের ওপর ঝিঁ ঝিঁর কণ্ঠভরা মিউজিক 
.
আর কদমের ঘ্রাণে মাতাল হতে হতে হতে 
এমন সুন্দর রাত্রির বৈঠকে নিঃশব্দে বসে রই!
.
ঘুম নেই, আছে তাড়া, ক্ষুধাও আছে, 
চারদিকে অদৃশ্য খুনির হাত ধরে মৃত্যু নাচে!
.
©বিষাদ আব্দুল্লাহ 
শুক্রবার, ১০ জুলাই ২০২০, রাতে
জাহান ম্যানশন, নোয়াখালী। 

1 টি মন্তব্য: