Ads

রবিবার, ৫ মার্চ, ২০১৭

সাহিত্যের ছোট কাগজ ‘তরী’ ও ‘আঙন’ এ প্রকাশিত দুটি কবিতা



গোরস্থান কোন দিকে

গোরস্থান কোন দিকে ?
হিম বাতাস ছোঁয় সমস্ত অঙ্গ, টের পাই না
হাত দিয়ে চেপে ধরি বুক, হাড়ের ভিতরের বেদনা
ফুটন্ত  হাঁড়ির জলে, জল-জল খেলায়
তাকে শোনাই বসন্তের কবিতা,
বলে, কানে শুনি না...

গোরস্থান কোন দিকে !
জেনে গেলে বড় বেশী নিরাপদ থাকা যায়

জগতের টাকায় হিসু দিয়ে চলে যাবো
শুধু একবার যদি গোরস্থানের ঠিকানা জানা যায়
বলি শোন্, টাকায় মোড়ানো মানুষ, টাকার মালিক রাষ্ট্র সকল !
অন্তত তোদের বাক্সবন্দি টাকায়, স্বাক্ষরিত কাগজ
দিয়ে ক্রয় করা সাদা কাপড়
পরানো না হোক আমায়...!!

শুধু বলি, বল্ গোরস্থান কোন দিকে !
নিজে নিজে দাফন হয়ে যাই !

(প্রকাশক্ষণ: তরী, সম্পাদক: আশিক বিন রহীম, ৩য় বর্ষ, ৪র্থ সংখ্যা।ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ, ফেব্রুয়ারি ২০১৭ খ্রিস্টাব্দ)



বুকের ভিতর বুকের উপর


সময়ের টর্চ দিয়ে দ্যাখি, বুকের গুহায় বাতাস অবরুদ্ধ
মৃত্যেুর  কথা ভাবতে ভাবতেই কি তবে !

মৃত্যু সম্বন্ধীয় কথার স্তুপ বুকের ভিতর বুকের উপর
যেন বুক আমার নিশুতির গোরস্থান

প্রাচীন পৃথিবীর নব রুপদাতার,
পায়রা’র দু’চোখের জ্যোতিকারের আসন্ন মৃত্যুর শোক;
চারপাশে বেষ্টনী দিয়ে তৈরি করে যাচ্ছে যেনো তাঁর কবর !

ভাবতেই গুহার বাতাস লাল হয়ে জিহ্বা দেখায়
জানি, বৃথাই যাবে নিজেকে সামলে নেয়ার সমস্ত কৌশল. . .!
  
(প্রকাশক্ষণ: আঙন, সম্পাদক: ম. নূরে আলম পাটওয়ারী। ২য় বর্ষ, ২য় সংখ্যা ফাল্গুন ১৪২৩, ফেব্রুয়ারি ২০১৭ খ্রি:)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন