Ads

বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

নিঃশ্বাসের দেয়াল অথবা বর্ষাফুল

 

ছবি: সংগৃহীত


নিঃশ্বাসের দেয়াল, খুব মুজবুত করে বেঁধে রাখো
যাতে ফাটল না ধরে, শ্যাওলাও নয়
দেয়ালে দিনের কর্মের কারুসাজ করা যেতে পারে
এই ধরো, আমাদের সংসার কেমন হতে পারতো!
কেমন ক’রে অস্থির চুমুতে আটকে যেত দম
অথবা একগেয়েমি-বকাবকি‘র গল্প লেখা যেতে পারে!
নিঃশ্বাসের দেয়ালেও আমাদের ভবিষ্যৎ দিনের কথা
পয়ারে নয়, গদ্যে নয়, কোনও ছন্দে নয়, তোমার মন
ভাঙার গুড়ো দানাগুলো দিয়ে লিখো! কিছু লিখো!
অভিশাপ দিতে পারো! সরীসৃপ বা মেরুদণ্ডহীন প্রাণি
কিংবা উচ্ছ্বিষ্ট বর্জ্য কিছু এমন ভাবা যায়!
কিছু তো লিখো! কিছু তো বলো মন ভেঙে যাক!
নিঃশ্বাসের দেয়ালে আমার মৃত্য কামনার পঙক্তি লিখে রাখ
অথবা কিভাবে ধ্বংস ক’রে মুক্তি পাওয়া যায়
তা সম্পর্কিত পরিকল্পনা! কিভাবে ফুড়ৎ করে ওড়া যায়
এ সংক্রান্ত ভাবনা দেয়ালে বেঁধে রাখো
আমি কি কখনো নিঃশ্বাসের দেয়াল ভাঙতে পারি!
তা ঠিকই জানো! কিন্তু লিখে রাখো, বেঁধে রাখো, এঁকে রাখো
তোমার নিঃশ্বাসের দেয়ালজুড়ে একদিন,
বর্ষাফুল ফুটে উঠবে!

০৯.০৬.২১
মাইজদি, মধ্যরাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন