Ads

সোমবার, ৫ জুলাই, ২০২১

অদরকারি কবিতা-২

ছবি: সংগৃহীত

 ১.

ক্লোনাজিপাম
*
ক্লোনাজিপাম পানে
এ চোখ থেকে ও চোখে
সন্তরিত হতে থাকে কথা'র তোরণ
ক্রমশ ঘুম বড়ির নিকট বিক্রি হতে চলেছে
কাউকে দায়ী করি না, না নিয়তি নয়! পরিণাম
২.
পাগল
*
কবিতা হলো ধুতুরাফুল
পাগলের মত সুন্দর!
৩.
চলচ্চিত্র নির্মাতা
*
তন্ন তন্ন করে হলেও তাকে খোঁজে আনি
জীবিত করে তুলি, স্বপ্নে তৈরি করে ফেলি!
জীবিত হয়ে নিনাদের দাঁত না ওঠা মাড়ির
মত
হাসতে থাকে
আর-আমি খড়কুটো ধরে টিকে থাকি তার জন্যে!

৫.৭.২১, সোমবার, মাইজদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন