Ads

সোমবার, ১৪ জুন, ২০২১

অদরকারি কবিতা

ছবি: সংগৃহীত

১.

মৃত্যু হ’লে বুঝি!
পিঁপড়া খবর পেয়ে যায়!

২৮.০৫.২০২১, মাইজদি

২.

কান্নায় বারণ নেই, শুধু কান্নাটাই আসে না
কথাদের কোনদিন জবান আসে যদি
বলে দিও
জায়নামাজে
যেন
অপদার্থ
সন্তানের
মৃত্যু
কামনা
করে!

শরীরের গন্ধ নিল যে
বলে দিও,
অপদার্থের জবান থাকে না!
সামর্থ্যও না!

২১.০৫.২০২১, মাইজদি

 ৩.

জীবনের বাঁকে বাঁকে অচেনা খাদ! যেদিন পড়ে যাবো, সে-দিন আর উঠবো না! গা বাঁচিয়ে চলতে চলতে বোবা। বোবা কি রোগ! নাকি পুঞ্জিভূত কথা জমাট ছারপোকা। কথাদের রক্তও খুব প্রিয়ো। কুড়েকুড়ে খায়, বুক খায়, পিঠ খায়, হাঁটু ভেঙে দিতে জানে। কথা-ছারপোকা বোবা করে দেয় নাকি!
মানুষের দখলে আকাশ। কোথাও চিৎকারের জায়গা নেই। নির্জন জায়গায় সেখানেও চিৎকার অসম্ভব! কেন! কেন কাঁদতে জানি না, কাঁদতে গেলে গলা ধরে! কেন ধরবে! কান্না পারি না কেন! কাঁদবো না কেন! কান্নাটা ত দরকার! কান্না ছাড়া মানুষ বাঁচে নাকি! কিভাবে আশা? আশায় কি বাঁচিয়ে রাখে! না কান্নাও বাঁচাতে সাহায্য করে! অথচ কান্না করা সম্ভব না!

কথা’রা ফুটবে ক’বে !

২১.০৫.২০২১,
১৮.০৬.২০২১(এডিট), মাইজদি

৪.
অন্ধকার ধাওয়া করে!
স্বপ্ন-পিদিম নিভু নিভু
ধাওয়া করে, নেয় পিছু পিছু
খামচে ধরো শার্টের কলারে
টেনে হিঁছড়ে মাথা নত করে
চুপ মেরে বসে থাকতে বলো
ধাওয়া করে অন্ধকার!
স্বপ্ন-পিদিম নিভু নিভু
এখনি ফতোয়া দাও, যে-
ভাববে না, ভাবা নিষেধ-হারাম
আয়রন করা শার্ট-প্যান্ট পড়ো
সু-মালিশ করো বেরিয়ে পড়ো অফিসার
দেখতে এক্কেবারে বিন্দাস-আহ্ কি যে আরাম
চারদিক থেকে ধাওয়া করে নিকষ আধার
স্বপ্ন-পিদিম ধুপ করে নিভে গেলে
আর বুকের নিকটে ফেরা গেল না বলে
আফসোস ঢুকিয়ে দাও
নচেৎ মেরেই ফেলো মাথা ভরতি কবিতার পোক!
মরে যাক! শালা মরে যাক!

২১.০৪.২০২১, মাইজদি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন