Ads

রবিবার, ৭ আগস্ট, ২০২২

কুত্তার বাইচ্চা!



উইঠা দাড়াঁইতে পারি না,

হুদাই পিছলা খাইয়া পইড়া যাই

আমি ব্যথা নিতে পারি নাই


ব্যথা নাকি ফুড়ুৎ করে উড়তে পারে না

ব্যথা নাকি ল্যাঙড়া, খোড়া, মাজা ভাঙা

ব্যথা নাকি বুকের অন্দরে অন্দরে ঢুইকা ভিক্ষা করে

ওইখানে রান্দেবায় ওইখানে খায়


ছোটবেলায়, কুত্তা অনেকগুলা বাচ্চা বিয়াইলে

আমরা কিছু বাচ্চারে ঘাড় ধইরা দূরে গিয়া ফালাইয়া দিতাম

তবুও পিছু পিছু বাইচ্চাগুলা চইলা আইতো


ব্যথা কি তাইলে কুত্তার বাইচ্চা !

এই ব্যথারে কি কয়! ডাক্তার সাব ? হাইপারটেনশন!

এই ব্যথারে কি কয় বুক ধড়ফড়ানি! মাথা ঘুরানি! 


এই ব্যথারে নিনাদে'র মুখের পিটারের মত

থামাইয়া রাখতে চাই! সওদাগরের সিন্ধুকের

তালার চাবি হারাইয়া ফেলার মত রাখতে চাই


এই ব্যথারে বোধহয় আত্মার হিংসুটে জা বলা যায়!


২৭.৭.২২

বি.আ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন