Ads

শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭

ভাগ্য মানে বিপ্লব-বিষাদ আব্দুল্লাহ





রোজই তাজা চোখ দুটি বিক্রি করে দিয়ে
মৃত চোখ নিয়ে ফিরি, দুঃখ ক্রয় করি

যেনো দুঃখের কফিনে শুয়ে পড়ি
উপোড় হয়ে, চিৎ হয়ে

রোজই মৃত ঠোঁট জীবিত করে কি লাভ!
দেখো, প্রতিটি ট্রেন লাইন মেপে মেপে গন্তব্যে ফিরে
রোজই জীবিত করে দাও, আর মৃত হয়ে ফিরি
বলো, কি লাভ! ভাগ্য তো, নিয়তি তো তুমি বিশ্বাস করো

কি লাভ! কি বলে তোমার নিয়তি!
আমি তো জানি ভাগ্য মানে বিপ্লব...!

রচনাকালঃ ১৩.০৩.২০১৭, ঢাকা।
ব্লগসাইটে প্রকাশকালঃ ২৪.০৩.২০১৭,ম ঢাকা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন