স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলে, একে অন্যের প্রতি নির্ভরশীল নও,
তা সত্য হিসেবে মানো।
ইটের ফুটপাতে রুগ্ন বৃদ্ধা আকাশে মেলে দিয়েছে তার চোখ
শুণ্যে খুঁজে পেয়েছে বোধহয় আধার, হয়তো ঈশ^র পয়সা দিবে ছুঁড়ে
তোমাকে দ্যাখে, বৃদ্ধার চোখ আছাড় খায় মাটিতে
আহত চোখের ভাষা লিখে রাখছে কেউ এমন-
আজকাল স্বয়ংসম্পূর্ণতার ভান করছো, অন্যের রক্তের বিনিময়ে ঘাম
ঘাম দেয় অঢেল অর্থ, সে অর্থেরই সিংহভাগীদার তুমি
ভাবছো, তুমি-ই ঈশ^র
আল্লাহর মতন শক্তিধর
বৃদ্ধার চোখের সর্বশেষ অর্থ-আফসোস, তুমি মানুষ ছাড়া আর কিছুই নও
প্রকাশকাল: ০৭.০৪.২০১৭, ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন