পকেটের ভিতর হাতের আঙ্গুল আবিষ্কারে রত
লাফিয়ে ওঠে বেহুশ মগজের ভাবনা
গোলামী করা ঘামের তো মূল্য নেই,
মুখ ছুঁড়ে মারে গালি ‘শালা’ !
জমে থাকা নিঃশ্বাসগুলো ডিম দেয়
নির্ধারিত ক্ষণকাল পরে অজস্র নিঃশ্বাস
ফনা তুলে বিষাক্ত সাপের মতন
জমে থাকা নিঃশ্বাসগুলো ডিম দেয়
নির্ধারিত ক্ষণকাল পরে অজস্র নিঃশ্বাস
ফনা তুলে বিষাক্ত সাপের মতন
যদি এক ছোবলে ইশ্বরের সমস্ত রক্ত খাওয়া যেতো
তবে নিঃশ্বাসগুলো হাজার হাজার পাখি হতো !
০১.০৫.২০১৭, ঢাকা ।
বিভাগ: কবিতা
০১.০৫.২০১৭, ঢাকা ।
বিভাগ: কবিতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন