আহ্ পাখি- বিষাদ আব্দুল্লাহ
আহা পাখিটা আজ আহ্ পাখি হ’য়ে উড়ে গেলো
আটটি বছর কেমন ক’রে রইলো !
দু’টি ডানার উড়ার কৌশল ভুলে গেলো ?
দেখে মনেহয়! দোযখের ভিতর থেকে উড়তে উড়তে
আকাশটা খোঁজে পেলো
আর-
আমার রক্ত-হাড়মজ্জা দিয়ে যে সব শ্লোগান বেঁধেছিলো
বলতে বলতে স্বাভাবিক দৃশ্যের বাহিরে চ’লে গেলো !
আকস্মিক ! আজই এক শিশু পাখির কান্না শুনতে পাই
এ কা’র বাচুর ! আমি কি তবে তাঁর শুক্রাণুদাতা !
১৩.১২.২০১৭, ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন