Ads

শনিবার, ২ মে, ২০২০

সরব বসন্ত



জানি শিল্পের কাছে নারী অপরাজিতা
যেমন প্রভুর নিকট বান্দার আনুগত্য
শতাব্দীর পর শতাব্দী হামাগুড়ি খায়
বৈচিত্র অভিধা'র সিংহাসনেই তো তুমি !
কি সরব বসন্ত বয়ে যায় তোমার হরিৎ অরণ্যে
কিংবা উরু-গ্রীবায়
আকাশের রং কতটুকুই বা আছে !
তোমাকে রাঙ্গাবে ?
মনের অন্দরে এক উপোস শিল্পী
শুকনো রংতুলি আর বিষন্ন খাতা নিয়ে
বসে-

রং জলের দিঘীতে......

তুমি কি রঙময়ী !
চারটি শব্দে তোমার শরীরে গাঢ়ত্ব দিবো
যদি ভিজাও আমার মনতুলি.....

১ মে ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন