Ads

সোমবার, ৮ নভেম্বর, ২০২১

শহর অস্ত্রোপচার রুম

Collected from Google
Collected From Google 

এশহর যেখানে সবচে বেশি মানুষের ঘাম ঝরে

আর তার প্রতিটি দিন-রাত-প্রভাত

হাসপাতালের অস্রোপচার রুমে 

নির্বাক রোগীর অন্তশূন্য দৃষ্টির এপিঠ-ওপিঠে

থাপ্পি খেলে


ধুঁকতে ধুঁকতে এক শ্রমিক বলে গেল-

'হায় মালিক,

সবাইরে দিলা ময়না-টিয়া

আমারে দিলা শালিক'


বেকার কোন কোন যুবক রোজ-

ফার্মেসীর সামনে থেকে বারবার ফিরে আসে

ফুটপাতে কত শত হাত ফিরিয়ে দেয় মানুষজন


মাঝে মাঝে দেখি,

অনেকে দুই-পাঁচ টাকা দিলেও নেয় না

কারণ বলেছিল তারা ভাত খাবে-

অথচ উন্নয়ন বন্যার স্রোত বয়...


রচনাকাল-

৮ নভেম্বর (২০১৫-২০১৯)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন