Ads

শুক্রবার, ১২ মে, ২০১৭

সংকট / বিষাদ আব্দুল্লাহ


কেউ আমার শরীরে একটা পোষ্টার টাঙিয়ে দাও,
পোষ্টারে লেখা থাক: ফুলের হৃদয় দিয়ে শান দেওয়া কবিতার পঙক্তি
পঙক্তি গুলো থেকে যেনো বের হয় আগ্নেয়গিরির কণা

অথবা,
এঁকে দিতে পারো: নিখাঁদ মানুষের মুখ

যে আমি পুরুষ নই মানুষ, সবাই বুঝুক

আর হাতুড়ি দাও সঙ্গে ধারালো কুঠার
তনুদের ভীষণ প্রয়োজন

১২.০৫.২০১৭, ঢাকা। 

বিভাগ: কবিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন