ভালোবাসা এই শব্দটি বিরক্তিকর
যখন আমার চুম্মন ফিরিয়ে দিলে
'কারণ' শব্দটি পরিপূর্ণতার আগে...
যখন আমার চুম্মন ফিরিয়ে দিলে
'কারণ' শব্দটি পরিপূর্ণতার আগে...
বিরক্তিকর যখন
একটি গোলাপ পড়ে গেলো নর্দমায়
একটি গোলাপ পড়ে গেলো নর্দমায়
ভালোবাসা বিরক্তিকর বুঝেছি
সকাল-দুপুর বিধ্বস্ত হয়ে য়ায়
অহেতুক,কামহীন, শুক্রাণুর আঠালো তরলে ঘুমিয়ে যাই
এই শহরে ঘামের, প্রেম ধরার আর্তনাদের, চোখের জলের চিত্রকর্ম জেগে ওঠে মধ্যরাতের
সকাল-দুপুর বিধ্বস্ত হয়ে য়ায়
অহেতুক,কামহীন, শুক্রাণুর আঠালো তরলে ঘুমিয়ে যাই
এই শহরে ঘামের, প্রেম ধরার আর্তনাদের, চোখের জলের চিত্রকর্ম জেগে ওঠে মধ্যরাতের
গ্যালারীতে
সারা বৎসর জ্বর সারেনা, না সারেনা...
সারবে না, না ছোঁলে
সারবে না, না ছোঁলে
মুঠোফোনের যৌনতার সংলাপে ভালোবাসা গলে য়ায়
ব্যস ! শেষ ! ভালোবাসা ?
বিরক্তিকর...
ব্যস ! শেষ ! ভালোবাসা ?
বিরক্তিকর...
ক্লান্ত শ্রমিক ফিরে
নিকেতনে
নিকেতনে
নরম ঠোঁটে ঠোঁট রাখতেই
দুর্গন্ধ বলে ফিরিয়ে নিলে ভেজা ঠোঁট !!
বিরক্তিকর
বাবা-মা সাংসারিক ক্রোধে দুই রুমে
বাবা-মা সাংসারিক ক্রোধে দুই রুমে
খবরের পাতায়
ওড়না প্যাঁচানো, সিলিং ফ্যান, হারপিক, ইন্দুরের বিষ,কীটনাশক,
দুইটি ফুলের মিলনের ফুল গর্ভে অতঃপর বিষন্নতার শাদা কাপড়ে কফিন বাক্সে....
দুইটি ফুলের মিলনের ফুল গর্ভে অতঃপর বিষন্নতার শাদা কাপড়ে কফিন বাক্সে....
দায় বহন করেনা কেউ, পুরুষ নয় নারী নয়
সমাজ ! কিংবা রাষ্ট্র !
মাটিই বুকে তোলে নেয় মাটির খণ্ড....!!
সমাজ ! কিংবা রাষ্ট্র !
মাটিই বুকে তোলে নেয় মাটির খণ্ড....!!
অন্ধ মন বন্ধ ঘরে টের পায় না কেউ...
১০/৫/১৩
বিভাগ: কবিতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন