অক্ষম সন্তান
প্রতি মাসে অন্তত একবার গলা ধরে আসে কান্নায়
বাবা, তুমি দেখো নি
নগরীতে রাখলে, কোন ছল-চাতুরী শিখি নি
গলা ধরে আসে কান্নায়
তুমি দেখো নি, তোমার সাথে কথা বলার পর
থেমে থেমে বৃষ্টি নামে চোখে, প্রতি মাসে
অন্তত একবার
বাবা, তুমি দেখো নি
নগরীতে রাখলে, কোন ছল-চাতুরী শিখি নি
গলা ধরে আসে কান্নায়
তুমি দেখো নি, তোমার সাথে কথা বলার পর
থেমে থেমে বৃষ্টি নামে চোখে, প্রতি মাসে
অন্তত একবার
কাউকে বলিনি
৮/১০/১৬, ঢাকা।
বৃষ্টিসঙ্গ
বৃষ্টিসঙ্গ হলে মৌনভঙ্গ হয়
বিজনতার গাঢ় স্তরে হাত ঢুকিয়ে দেখি
হৃদয় উস্কানি দেয়, শরীরভঙ্গ হয়
অচল যৌন, ফুলের মুখের উপর জ্বলে ওঠে!
বিজনতার গাঢ় স্তরে হাত ঢুকিয়ে দেখি
হৃদয় উস্কানি দেয়, শরীরভঙ্গ হয়
অচল যৌন, ফুলের মুখের উপর জ্বলে ওঠে!
২৪/০৪/২০১৭, ঢাকা।
লম্পট ভাবনা
সামনে দাঁড়িয়ে সমস্ত তীব্র ঘ্রাণ নিমু
ছোঁব না, আমার তীব্র মন ছুষে নিবে,
ছোঁবে না।
ফোটোতে চুমু খাবো, অস্তিত্বে না
লেহনে ভেসে যায় মুঠোফোনপর্দা...
ছোঁব না, আমার তীব্র মন ছুষে নিবে,
ছোঁবে না।
ফোটোতে চুমু খাবো, অস্তিত্বে না
লেহনে ভেসে যায় মুঠোফোনপর্দা...
ছেটেপুটে ময়লা নে জিহ্বা
থেমে যাই, আর তৃপ্তি নিয়ে তার সঙ্গে
রাত কাটাই
দিন কাটাই !
রাত কাটাই
দিন কাটাই !
৮.০৪.২০১৭, ঢাকা।
আসমানী নাভীর নিচে
খোঁচা খোঁচা দাড়ি সমেত মুখটাকে ঠেলিয়ে দিয়ে আসমানীর নাভীর নিচে দাঁড়িয়ে....
যখন ঝরতে ঝরতে ক্লান্ত হয়ে গেল, মৃদু বাতাসের শরীরকে অবলম্বন করে টিকে থাকা জল,
ছুঁবে ভেবেছিলাম।
যখন ঝরতে ঝরতে ক্লান্ত হয়ে গেল, মৃদু বাতাসের শরীরকে অবলম্বন করে টিকে থাকা জল,
ছুঁবে ভেবেছিলাম।
রাজনৈতিক মিছিলের মত লম্বা দালানগুলোর সাথে কিংবা এলোমেলো গাড়ির ভীড়ের সাথে হয়তো
কোথাও আটেক গেছিল, দুর্বল করে দিয়েছে তার তীব্র যৌবন
সঙ্গমের স্বাদ আর নেওয়া হলো না, জলও ক্লান্ত হবে অথচ নিয়মের বিরুদ্ধে ক্লান্ত হয়ে এলো,
কোথাও আটেক গেছিল, দুর্বল করে দিয়েছে তার তীব্র যৌবন
সঙ্গমের স্বাদ আর নেওয়া হলো না, জলও ক্লান্ত হবে অথচ নিয়মের বিরুদ্ধে ক্লান্ত হয়ে এলো,
ছুঁলো না...
আমার যাপিত জীবনের উত্তাপ নিতে না পেরে সে কি আত্মহত্যা করবে !
আমি তো রোজ নিজেকে হত্যা করি, জানানো হলো না!
আমি তো রোজ নিজেকে হত্যা করি, জানানো হলো না!
যদি একফোঁটায় জড়িয়ে নিতো, সে নিশ্চয় গড়িয়ে যাওয়ার স্বাদ পেতো
বুক, নাভী, দু'পায়ের উত্তাপের গল্প যেনে যেতো,
হৃদয় বমি করে ভরে দিত তার শরীরে
জানতে পারলো না!
বুক, নাভী, দু'পায়ের উত্তাপের গল্প যেনে যেতো,
হৃদয় বমি করে ভরে দিত তার শরীরে
জানতে পারলো না!
তাকে পুরোপুরি অচেনা লাগে..!
২৯.০৪.২০১৭, ঢাকা।
ব্লগ সাইটে প্রকাশকাল: ০৪.০৫.২০১৭, ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন