Ads

বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

আগে মানুষ না রাজনীতি ! -বিষাদ আব্দুল্লাহ


তথাকথিত গুটিকয়েক ছাত্রলীগ কর্মীরা ঢাকা শহরে যেসব অমানবিক কর্মকান্ড করছে তাতে পুরো ছাত্রলীগের ভাবমূর্তি ধ্বসে পড়ছে। বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তার জন্য যারা এই শহরে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে তাদেরকে হেয়প্রতিপন্ন করছে। লাঞ্চিত করছে। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী ছুটে গেছে বন্যার্তদের দেখার জন্য সাহায্য করার জন্য । সেখানে কথিত ছাত্রলীগ কর্মীরা বলছে, দেশে নাকি বন্যা নাই ! এটা কি করে সম্ভব ! একটা ধ্রুব সত্যকে যা দৃশ্যমান তা কি করে অস্বীকার করা সম্ভব ! তা আমার কোন মতেই বোধগম্য নয়। তাছাড়া ভারতেও তো বন্যা হচ্ছে। পত্রিকার পাতায় পাতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে আছে অসহায় মানুষদের স্থিরচিত্র । তা কি করে রোধ করবেন কথিত ছাত্রলীগ কর্মীগণ ? পত্রিকা মারফত জেনেছি যে, দেশের প্রত্যন্ত বন্যাদুগর্ত অঞ্চলে ছাত্রলীগ কর্মীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। স্বয়ং ছাত্রলীগ সভাপতি নির্দেশ দিয়েছে যাতে করে বন্যার্তদের ত্রাণ সহায়তায় এগিয়ে আসার জন্য। কবি-লেখকসহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠনরাও বন্যার্তদের ত্রাণ সহায়তা করছে। ইমারান এইচ সরকারকে কেনো তাহলে আপনারা আক্রমণ করলেন ? সে তো বন্যার্তদের জন্য ত্রাণ সহয়তার জন্য রাজপথে নেমেছিলো। তাহলে কেনো এতো মিথ্যাচার ! হামলা ! তার দোষ কি সে সরকারের সামলোচনা করে ! তাই ? যদি তা হয় তার প্রতিউত্তরে কি হামলা ! বামধারার ছাত্রসংগঠনরা ত্রাণ সহায়তার জন্য রাজপথে নামলো, তাদের হয়রানি করলো । এ সময়ে কেনো রাজনৈতিক নোংরামী ? আপনাদের কিছু বলার থাকলে আপনারা আওয়াজ দেন, প্রতিবাদ সমাবেশ করেন। সুষ্ঠু রাজনৈতিক চর্চার মধ্যে থেকে নিজেদের অবস্থান পরিষ্কার করুন। কারণ এতে করে আপনারা (কথিত ছাত্রলীগ কর্মী) যা করছেন তাতে করে পুরো ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন হচ্ছে। সত্য স্বীকার করেই রাজনীতি করুন। আর যাইহোক, প্লিজ অসহায়, চাল-চুলোহীন, ভূমিহীন, নিঃস্ব মানুষদের নিয়ে হিংস্র রাজনীতির দাবা খেলবেন না। দয়া করে বন্যার্তদের পাশে দাঁড়ান।

২৩.০৮.২০১৭, ঢাকা।

বিভাগ: সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে আলোচনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন