Ads

শুক্রবার, ৯ মার্চ, ২০১৮

অস্তিত্বের খোঁজে-বিষাদ আব্দুল্লাহ



মাতাল হাওয়া, জানলার বাহিরে শুকনো পাতার মর্মর নিনাদ
আমি ঠিক শুনতে পাই, চেনা পায়ের শব্দ
গাঢ় ঘুমের স্তরে স্তরে
তার অস্তিত্ব জেগে উঠে প্রতিমা’র মতন

আঠালো ঘুমে দেখি বাহিরে জোছনা গলে পরছে রাতের শরীরে
মৃদু বাতাস ফুলের আভরণে গভীর সঙ্গমে
মদে মাতাল ঘুমের চাতাল উড়ে যায় বাউণ্ডুলে প্রেমিকের
যে প্রতিমা চোখের গাঢ়ত্বে শোকের সমুদ্রসমজল নিয়ে অভিমানে মিলে গেলো
সূর্যের কিনারে...
অথচ গালভরা হাসি এখনো অনন্ত, বুক পাটাতনে...
প্রতিমা খুঁজি আমি !
নাকি প্রতিমাও খুঁজে আমায় জোসনার কিরণে !

বহুকালে যে চলে গেলো বিলীন হওয়া ঢেউয়ে...

(‘কবিতাবাংলা’ পত্রিকায় প্রকাশিত)
বিভাগ: কবিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন